Authority Aid Learning Platform

নিস সাইট ডেড! অথোরিটি সাইট এলাইভ ফরেভার

অবাক হলেও সত্যি!

আমি আমার আমাজন অথোরিটি ওয়েবসাইট থেকে মাত্র ৪ মাসের মধ্যেই সেল পাওয়া শুরু করি। এবং সেটা বেশ সন্তোষজনক।

অথচ এর আগে একটা নিস সাইট বানিয়েছিলাম ক্লাউড লাইভিং-এর সাকসেস এফিলিয়েট মার্কেটার টুং ট্রান-এর মাধ্যমে ২০১৪ সালের শেষের দিকে। সেই সাইটে প্রায় আড়াই বছর সময় এবং পাঁচ হাজার ডলার ইনভেস্ট করে মাসে ১০০ ডলার ইনকাম করতে পারিনি। ৬০-৯০ ডলারের মধ্যে সেল হতো। সেই সাইটটা আমি মাত্র সতেরোশ’’ ডলারে সেল করে দিই  ফ্লিপ্পাতে ২০১৭ সালের অক্টোবরে। অনেকটা রাগ এবং অভিমান করেই!

ফ্লিপ্পাতে সাইট সেল

ভেবেছিলাম আর নয় এফিলিয়েট মার্কেটিং। কিন্তু একজন সহৃদয় সহযোগীর উৎসাহে আবারও মাথায় ভর করে নিস সাইট। তবে এবার যথেষ্ট চিন্তাভাবনা আর প্ল্যানিং করে শুরু করি ২০১৮ সালের জানুয়ারি মাসে।

কিন্তু এবার আর সিঙ্গেল নিস সাইট নয়, অথোরিটি সাইট। খুবই ধীরে ধীরে শুরু করি। প্রাথমিক ডিজাইন এবং কনটেন্ট দেয়া শেষ করতে দুই মাস সময় লাগে। নিজেই ওয়েব ডিজাইনের কাজগুলো করি [মূলত আমি তা-ই করি, তাই করেই খাই]। যাইহোক, এবার শুরু করার আগে যথেষ্ট পড়াশোনা করি এবং পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাই পুরোদমে। মার্চের শেষের দিকে সাইটে আমাজন এফিলিয়েটের কোড এড করি।

আর এপ্রিলের শুরুতেই পেয়ে যাই সেল। তারপরের গল্পটা আল্লাহর রহমতে সন্তোষজনক। এখানে আপনি আমার অথোরিটি ওয়েবসাইটের প্রথম মাসের আর্নিং স্ক্রিনশট দেখতে পাচ্ছেন।

আমাজন অথোরিটি ওয়েবসাইট - প্রথম মাসের ইনকাম

আমি আশা করছি পরবর্তি মাসের আর্নিং স্ক্রিনশটগুলো দেখেও আপনার ভালো লাগবে। সুতরাং সেগুলোও ক্রমান্বয়ে আপনি পেতে থাকবেন। এবং সেই সাথে এই সাইটটি কীভাবে এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে সেই সম্পর্কে লেখা থাকবে। আশা করা যায় ওগুলো পড়ে আপনি উপকৃত হবেন।

আমি এই সাইটটি নিয়ে কীভাবে কাজ শুরু করেছি, কীভাবে নিস সিলেক্ট করেছি, কোথায় থেকে কীভাবে আর্টিক্যাল নিয়েছি সবকিছু এখানে শেয়ার করবো। এটি হবে আমাজন অথোরিটি ওয়েবসাইট টিউটোরিয়াল টাইপ লেখা। একেবারে কেস স্টাডি ধরনের।

কারণ খোঁজ নিয়ে আমি দেখলাম, বাংলা ভাষায় অথোরিটি সাইটের উপর তেমন কোনো গাইডলাইন নেই। মূলত এই চিন্তা থেকেই আমার এই অথোরিটি এইড ওয়েবসাইট। আশা করি বাংলা ভাষায় অথোরিটি ওয়েবসাইট নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে পারবো এখানে।

আজ তবে এই পর্যন্তই থাক। আবারও কথা হবে। আমার জন্য দোয়া করবেন আর সাথেই থাকবেন আশা করি। আপনার উৎসাহ-পরামর্শ আমাকে উজ্জীবিত করবে। হ্যাপি আর্নিং।

অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা।

Leave a Comment