আমরা কারা?
অথোরিটি এইড প্লাটফর্মের লার্নিং পোর্শন হচ্ছে লার্ন.অথোরিটিএইড.কম: https://learn.authorityaid.com.
মন্তব্য
লার্নিং প্লাটফর্মের কোনো কোর্সে এনরোল করেছেন এমন (পেইড বা ফ্রি) যে কেউ কোর্সের যেকোনো মডিউলে এক বা একাধিক কমেন্ট করতে পারবেন। অবশ্য যদি সেটা ব্লগ আর্টিকেল হয় এবং সেটা যদি কোনো কোর্সের অন্তর্ভুক্ত না হয়, তাহলে যেকেউ কোনো লেখা বা ভিডিওর নিচে কমেন্ট করে নিজের মতামত জানাতে পারবেন।
মিডিয়া
এই সাইটের যাবতীয় মিডিয়া (ইমেজ, অডিও, ভিডিও বা অন্য কোনো মাধ্যমের হোক না কেন); সবই কপিরাইটের অন্তর্ভুক্ত। লার্ন অথোরিটি এইডের পূর্ব অনুমতি ব্যতিরেকে কোথাও সেটা পাবলিশ করা যাবে না, রিইউজ করা যাবে না। তদ্রুপ, আপনি এই সাইটের কোথাও কমেন্ট বা মন্তব্য জানাতে গিয়ে কপিরাইট কোনো ইমেজ, টেক্সট, অডিও, বা ভিডিও ব্যবহার করতে পারবেন না যদি না সেটা আপনার নিজেরই হয়ে থাকে।
কুকিজ
আপনি যদি লার্ন অথোরিটি এইডের মেম্বার হিসেবে এই সাইটে প্রবেশ করেন, কিংবা সদস্যপদহীনভাবে; তাও গুগল এনালাইটিকস এবং রিলেটেড কুকিজ আপনার আইপি, ম্যাক, এবং রিলেটেড অন্যান্য তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে।
আপনার তথ্যের গোপনীয়তা
আপনার ব্যক্তিগত তথ্য আমরা কারও সাথে শেয়ার করি না। এগুলো এনক্রিপটেডভাবে শুধুমাত্র এনালাইটিকস এবং এরকম সম্পর্কিত ব্যাপারে কাজে লাগে।
আপনার তথ্য কতদিন আমাদের কাছে সংরক্ষিত থাকে?
সদস্যদের প্রবেশিত তথ্য সদস্য থাকা পর্য়ন্ত কিংবা প্রয়োজনে আরও অধিক সময়তক আমাদের কাছে সংরক্ষণ থাকতে পারে। সদস্য নয় এরকম এনটিটি আমাদের কাছে সংরক্ষণ থাকে পরবর্তী কুকিজ রিপ্লেস না হওয়া পর্য়ন্ত। সাধারণত ২৪-৭২ ঘণ্টা।
আপনার তথ্যের মালিক একমাত্র আপনিই
আপনার কোনো তথ্য আমরা আমাদের ব্যক্তিগত প্রফিটের জন্য কাজে লাগাই না। এগুলোর মালিক আপনিই কেবল। এগুলো আমাদের কাছে সংরক্ষণ করা হয় শুধুমাত্র তথ্যের প্রয়োজনেই।
আপনার তথ্য কোথায় সংরক্ষণ করা হয়?
আমাদের অটোমেটেড স্প্যাম ডিটেকশন সিস্টেম, কুকিজ সিস্টেম ডাটা সংরক্ষণ করে।