গেস্টপোস্টের জন্য নিস সাইট অউনারকে মেইল করবেন কীভাবে? কী লিখবেন? কতটুকু লিখবেন? এমন কিছু কি লেখা যায়, যার ফলে সাইট অউনার রেসপন্স করবেনই? কনভার্সন কীভাবে বাড়ানো যায়?
ওয়েল, এখানে আমি আমার নিজের অভিজ্ঞতাই বর্ণনা করতে যাচ্ছি। মানে আমি যেভাবে গেস্টপোস্টের জন্য কাজ করি সেটাই শেয়ার করবো। কারও যদি এ ব্যাপারে অবজেকশন থাকে (থাকাটাই স্বাভাবিক), তিনি এটা এভয়েড করতে পারেন।
প্রপোজালটাকে আমি তিন ভাবে ভাগ করে নিয়েছি। মূল কথা হলো, আমার দরকার ব্যাকলিংক। সেটা পাওয়ার জন্য সর্বোচ্চ ওয়েটাই আমি করে থাকি প্রপোজালে। আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলি তাকে কোন্ ভাবে অফার/প্রপোজালটা লিখবো?
উল্লেখ্য, আমি নির্দিষ্ট কোনো টেমপ্লেট ব্যবহার করি না। ইনস্ট্যান্ট যেটা লেখার প্রয়োজন, সেটাই লিখে সেন্ড করে দিই। তবে মোটামুটি যেরকম ফরমেট ইউজ করি, সেটা এখানে বর্ণনা করবো।
তিন রকম প্রপোজাল
- নিউ গেস্টপোস্টের মাধ্যমে ব্যাকলিংকের জন্য
- এক্সিসটিং আর্টিক্যাল থেকে ব্যাকলিংকের জন্য
- লিংক এক্সচেঞ্জ বা সোয়াপের মাধ্যমে ব্যাকলিংকের জন্য
নিউ বা ফ্রেশ গেস্টপোস্ট প্রপোজাল
এক্ষেত্রে আমি যেটা করি, প্রথমে সাইটটা খুব ভালো করে দেখার চেষ্টা করি। বুঝতে চেষ্টা করি ঠিক কোন ধরণের আর্টিক্যাল হলে সাইটের অউনার সেটা গ্রহণ করবে + সেটা আমার সাইটের সাথেও সিমিলার।
এর ভিত্তিতে সিমিলার ইনফরমেটিভ একটা কীওয়ার্ড খুঁজে বের করি, অবশ্যই লো কমপিটিটিভ + সুন্দর একটা টাইটেল। তারপর সাইট অউনারকে এ ধরণের একটা মেইল করি:
ডিয়ার বারেক,
তোমার সাইটটা খুব ভালো লেগেছে। সাইটে নিম্নোল্লেখিত একটা আর্টিক্যাল হলে মন্দ হয় না।
কীওয়ার্ড: ভ্যানিলা আইসক্রিম ব্যবহার
টাইটেল: ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করার ৭টি অভিনব উপকারিতা
সার্চ ভলিউম: ১৪৭০
ডিফিকাল্টি: ০ (একর্ডিং টু এরেফস)
আর্টিক্যাল ফর: তার সাইটের মানি আর্টিক্যালের লিংক
উপরোল্লেখিত আর্টিক্যালটি তোমার সাইটের এই আর্টিক্যালটিকে (মানি আর্টিক্যালের লিংক) স্ট্রং করবে। তুমি যদি আগ্রহী হও, তাহলে আর্টিক্যালটি লিখে তোমাকে সেন্ড করবো।
তোমার মেইলের অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছাসহ,
সালাম আলী
এডমিনিস্ট্রেটর
সাইটনেম.কম
এক্সিসটিং আর্টিক্যাল ব্যাকলিংক প্রপোজাল
এবারের রিসার্চটা হয় এরকম: তার সাইটে খুঁজে বের করি কোন আর্টিক্যালটা আমার সাইটের জন্য সবচেয়ে বেশি সিমিলার। সেটা পাওয়ার পর এভাবে মেইল দিই:
ডিয়ার রহমত,
তোমার সাইটের এই আর্টিক্যাল (আর্টিক্যালের লিংক)-এর এই অ্যাংকর টেক্সট (অ্যাংকর টেক্সট লিখি) দিয়ে একটা ব্যাকলিংক নিতে আগ্রহী আমার এই আর্টিক্যাল (আমার আর্টিক্যালের লিংক)-এর জন্য।
এজন্য আমি সানন্দে ১০ ডলার (কখনও ১৫ বা ম্যাক্সিমাম ২০) তোমাকে দিতে আগ্রহী। তুমি যদি এই ডিলে আগ্রহী হও তাহলে লিংকটা ক্রিয়েট কর আর আমাকে তোমার পেপাল আইডি সেন্ড কর, আমি তোমাকে ইনস্ট্যান্টলি পে করবো।
ধন্যবাদসহ,
সালাম আলী
এডমিনিস্ট্রেটর
সাইটনেম.কম
লিংক এক্সচেঞ্জ বা সোয়াপ
এক্ষেত্রে আমার সাইটের সিমিলার সাইট খুঁজে বের করে সাইট অউনারকে নিম্নের মতো করে মেইল দিই:
ডিয়ার করিম,
তোমার সাইট থেকে একটা ব্যাকলিংক পেতে চাই আমার এই সাইট (সাইটের লিংক)-এর জন্য। বিনিময়ে তুমি আমার এই সাইট (অন্য সাইটের লিংক) থেকে একটা ব্যাকলিংক নিতে পারো।
আগ্রহী হলে জানাও।
শুভেচ্ছাসহ,
সালাম আলী
এডমিনিস্ট্রেটর
সাইটনেম.কম
মোটামুটি এই-ই। চেষ্টা করেছি যথেষ্ট পরিস্কার করে লেখার জন্য। তারপরও কারও বুঝতে সমস্যা হলে জানাবেন।
ডিসক্লেইমার: উপরোক্ত পদ্ধতি ব্যবহার করে কাজ না হলে, সেটার জন্য দায়ি আমি নই। তবে যেহেতু আমার ক্ষেত্রে কাজ করে, সুতরাং আপনার বেলাতেও করার সম্ভাবনা আছে। তাই ট্রাই করতে পারেন।
সতর্কতা: হুবহু কপি পেস্ট না করে, নিজের মতো করে প্রপোজাল লিখুন। সংক্ষেপে সার কথা লিখুন, কনভার্সন ইনশাআল্লাহ বেশি হবে। বেস্ট অব লাক।
উপসংহার
বর্তমান সময়ে গেস্টপোস্ট পাওয়া একটু দুঃসাধ্য-ই বলা যায়। তাই ব্যাপারটার মদ্যে যতো ক্রিয়েটিভিটি আনতে পারবেন, সাকসেসের পরিমাণ ততো বাড়বে। নিত্য-নতুন আইডিয়া, চিন্তা যতো বেশি করতে পারবেন, আপনার কাজের পরিমাণ এবং পরিশ্রম ততোই কমে যাবে।