পে না করে শিখুন
কেন এই উদ্যোগ?
মূল কারণ হচ্ছে- একটা সময়ে এরকম ব্যাপার আমি নিজেই হন্য হয়ে খুঁজেছি। কোথাও পাইনি এরকম সুযোগ। সো, আমার মনে হচ্ছে- আমার মতো এখন অনেকেই আছেন।
পে না করে শিখুন.
আপনি যদি পে না করে আমাদের কোর্সগুলো চান, তাহলে এই পেজের লেখাগুলো মনযোগ দিয়ে পড়ুন!
অনলাইনে কাজের ক্ষেত্রটা উন্নতা দেশ, কিন্তু কাজটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে বসে। এবং এই দেশের বেশিরভাগ নতুন মার্কেটারের ক্ষেত্রে একটা পিসি কেনাই কষ্টসাধ্য ব্যাপার। আর এই সুযোগটা কাজে লাগান কিছু অসাধু মানুষ। ফলে প্রচুর মানুষ ক্ষতির সম্মুখীন হন সবসময়। এই প্লাটফর্মটা মূলত একদম নতুন মার্কেটারদের জন্য। আমার মনে পড়ছে, একটা সময় ছিলো যখন আমার মান্থলি ইন্টারনেট বিল দেয়ার মতো অর্থও পকেটে ছিলো না। অনেকেরই এরকম অবস্থা। বিশেষ করে নতুন মার্কেটারদের ক্ষেত্রে। তাদের কথা চিন্তা করেই এরকম একটা উদ্যোগ নেয়া হয়েছে। একদম ফ্রিতে শিখতে পারবেন। স্কিল ডেভেলপ করতে পারবেন। এমনকি প্রয়োজনে নতুন মার্কেটারদের আমাদের এসব কোর্সে ফ্রি একসেস দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্রও কিনে দেয়া হবে। যেমন- ডোমেইন, হোস্টিং, মডেম, ল্যাপটপ… ইত্যাদি। যেন একজন মার্কেটার নিশ্চিন্তে কাজ করে যেতে পারেন।
…
কিন্তু কথা হলো- এই পৃথিবীতে তো কোনো কিছুই ফ্রি না। আমরা তাহলে কেন ফ্রি দিচ্ছি? বা কেন আমাদের এই প্ল্যান? আসলে এটার উত্তর হচ্ছে- ফ্রি দিচ্ছি না। এটাকে বলতে পারেন কর্জে হাসানা। অর্থাৎ, আপনি যখন সামর্থবান হবেন, আল্লাহ যখন আপনাকে তৌফিক দেবেন, তখন পে করে দেবেন। সো, শুরুতে “পে না করে শিখুন” লেখা থাকলেও, আদতে আজীবনের জন্য নয়। যখনই আপনি অর্থ আয় করতে শুরু করবেন, পে করে দেবেন নিজের উদ্যোগে। আর যদি না করেন? না করলেও সমস্যা নেই। বিষয়টা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করবে।
…
কোর্সগুলোর প্রতিটাতে দেখুন দুইটা প্রাইস দেয়া আছে। আপনি যদি এখন পে করে শেখা শুরু করেন, তাহলে যেটা কম মূল্য দেখাচ্ছে সেটা পে করলেই হবে। কিংবা আপনার সাধ্যমতো যেকোনো একটা আমাউন্ট পে করলেই হবে। পরবর্তীতে বাকীটা পে করতে পারবেন কোর্সে এনরোল করার ৬০ দিনের মধ্যে। আর যদি পেমেন্ট পরে করতে চান, তাহলে মূল মূল্য যেটা সেটা পে করতে হবে। আমাদের চাওয়া হচ্ছে- আপনার আর্নিং শুরু হওয়ামাত্রই পেমেন্টটা নিজে উদ্যোগী হয়ে পে করে দেবেন আমাদের সাথে। অথবা আপনার সুবিধামতো সময়ে। যদি কখনোই পে করতে না পারেন, তাতেও সমস্যা নেই।
…
আশা করি আপনি আমাদের সাথে একমত হবেন, সুযোগটা কাজে লাগাবেন। আপনার সফলতা আমাদের একান্ত কাম্য। আপনি সফল হলে আমরাও পেমেন্ট পেয়ে যাবো, ইনশাআল্লাহ। সুতরাং আপনার এবং আমাদের চাওয়া এক। আশা করি আল্লাহ রহমত করবেন আর শিখতে সহায়তা করবেন। আমরা কেবল চেষ্টা চালিয়ে যেতে পারি মাত্র।
…
পে না করে একসঙ্গে আপনি একটামাত্র কোর্স শিখতে পারবেন। একটা কমপ্লিট করতে পারলেই কেবল অন্য আরেকটা কোর্সে এনরোল করা যাবে।