পে করে শিখুন.
আপনার সামান্য অংশগ্রহণ আমাদের এই কাজের ধারা অব্যাহত রাখবে অবিরাম…
পে করে শেখার ক্ষেত্রে অবশ্যই আপনি ধন্যবাদ পাবেন। যেখানে আমরা আপনাকে কোনোরকম পেমেন্ট ছাড়াই শেখার সুযোগ দিচ্ছি, সেখানে পে করে শিখতে আসাটা অবশ্যই আপনার মহান উদারতা। অভিনন্দন আপনাকে।
…
কিন্তু কথা হলো- পে করে শিখতে আসার অর্থ এই নয় যে আপনি অতিরিক্ত কোনো সুযোগ-সুবিধা পাবেন। কোর্সের প্রত্যেকটি মেম্বার আমাদের কাছে সমান গ্রহণযোগ্য। সো, আপনার যদি এরকম কোনো চিন্তা থাকে, দয়া করে কোর্সে এনরোল না করতে অনুরোধ জানাই।
…
কোর্সগুলোর প্রতিটাতে দেখুন দুইটা প্রাইস দেয়া আছে। আপনি যদি এখন পে করে শেখা শুরু করেন, তাহলে যেটা কম মূল্য দেখাচ্ছে সেটা পে করলেই হবে। কিংবা আপনার সাধ্যমতো যেকোনো একটা আমাউন্ট পে করলেই হবে। পরবর্তীতে বাকীটা পে করতে পারবেন কোর্সে এনরোল করার ৬০ দিনের মধ্যে। আর যদি পেমেন্ট পরে করতে চান, তাহলে মূল মূল্য যেটা সেটা পে করতে হবে। আমাদের চাওয়া হচ্ছে- আপনার আর্নিং শুরু হওয়ামাত্রই পেমেন্টটা নিজে উদ্যোগী হয়ে পে করে দেবেন আমাদের সাথে। অথবা আপনার সুবিধামতো সময়ে। যদি কখনোই পে করতে না পারেন, তাতেও সমস্যা নেই।
…
আশা করি আপনি আমাদের সাথে একমত হবেন, সুযোগটা কাজে লাগাবেন। আপনার সফলতা আমাদের একান্ত কাম্য। আপনি সফল হলে আমরাও পেমেন্ট পেয়ে যাবো, ইনশাআল্লাহ। সুতরাং আপনার এবং আমাদের চাওয়া এক। আশা করি আল্লাহ রহমত করবেন আর শিখতে সহায়তা করবেন। আমরা কেবল চেষ্টা চালিয়ে যেতে পারি মাত্র।
…
পে করে একসঙ্গে আপনি যতোগুলো ইচ্ছে কোর্সে এনরোল করতে পারবেন। তবে একই সঙ্গে একটামাত্র কোর্সে এনরোল করা রিকমেন্ড করি আমরা। এতে একটা নির্দিষ্ট পয়েন্টে নিজের স্কিল ফোকাস করা যায়। আউটপুট ভালো হয়।