Authority Aid Learning Platform

অথোরিটিএইড লার্নিং প্লাটফর্ম: নতুন এনরোলমেন্ট ২০২৫

প্রায় আড়াই বছর পর (হয়তো শেষবারের মতো) অথোরিটিএইড লার্নিং প্লাটফর্মে খুব অল্পসংখ্যক নতুন মেম্বার যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

আপনার অনলাইন ক্যারিয়ার শুরু হোক এখান থেকেই! ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচনের জন্য AuthorityAid Learning Platform নিয়ে এসেছে ১০+ অনলাইন প্রফেশনাল কোর্স। প্রতি মাসে নতুন নতুন কোর্স যোগ হচ্ছে, যা আপনাকে অনলাইন আয়ের জগতে দক্ষ করে তুলতে সাহায্য করবে।

আপনি যদি সিরিয়াস অনলাইন প্রফেশনাল হতে চান, তাহলে এই কোর্সগুলো হতে পারে আপনার পরবর্তী সঠিক পদক্ষেপ।

🎯 কোর্স লিস্ট (আপডেট: ডিসেম্বর ২০২৪)

🎓 কেন AuthorityAid এর কোর্স করবেন?

🛒 আমাদের প্যাকেজ অফারসমূহ

একক প্যাকেজ

আপনি যেকোনো একটি কোর্স এনরোল করতে পারবেন মাত্র ৩,৫০০ টাকা দিয়ে। এটি বেসিক ধারণা তৈরি এবং অনলাইন ক্যারিয়ার শুরু করার জন্য সেরা।

কম্বো প্যাকেজ

প্রয়োজন অনুযায়ী তিনটি কোর্সের কম্বো প্যাকেজ। অফার প্রাইস ৭,০০০ টাকা। উদাহরণস্বরূপ:
💼 লোকাল বিজনেস কম্বো: দারাজ + লোকাল ই-কমার্স + এআই লার্নিং।
📈 মার্কেটিং কম্বো: ফেসলেস ইউটিউব + পিন্টারেস্ট মার্কেটিং + এআই লার্নিং।
📈 অনলাইন বিজনেস কম্বো: অ্যাফিলিয়েট মার্কেটিং + গুগল এডসেন্স + পিন্টারেস্ট মার্কেটিং বা এআই লার্নিং।

লাইভ প্রজেক্ট প্যাকেজ

লাইভ প্রজেক্ট সদস্যরা পাবেন AuthorityAid Learning Platform-এর বর্তমান ও ভবিষ্যৎ কোর্সগুলো পাবেন সম্পূর্ণ ফ্রিতে। লাইফটাইম একসেস ফি ২৫,০০০ টাকা। আমরা মাত্র ১২ জন সদস্য যুক্ত করবো, তাই এটি এক্সক্লুসিভ!

📞 যোগাযোগ করুন ও পারচেজ করুন:

ডিটেইল জানার জন্য বা এনরোল করতে নিচের বাটনে ক্লিক করুন।

কমন প্রশ্নোত্তর সেকশন

কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে প্রাথমিক ধারণা, ইংরেজিতে বেসিক নলেজ, এবং সর্বোপরি যাদের অনলাইন প্রফেশন তৈরির আগ্রহ আছে, তারা এই কোর্সগুলো করে অনলাইন আর্নিং শুরু করতে পারবেন। মূলত নতুনদের জন্য বিশেষ উপযোগী করে কোর্সগুলো সাজানো হয়েছে। শর্টকাট ওয়েতে অনলাইনে ইনকাম করতে চান এরকম যে কেউ এই কোর্স করা থেকে বিরত থাকুন। আমাদের কোনোও কোর্সে শর্টকাট কোনো ওয়ে নাই।

আপনি পাবেন ২৪/৭ ইমেইল সাপোর্ট, সরাসরি ইন্সট্রাক্টরের সহায়তা, এবং কোর্স সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর।

একবার কোর্স কিনলে আজীবন একসেস পাবেন। সময়ের সাথে কোর্স আপডেট হলেও আপনাকে নতুন করে পে করতে হবে না।

লাইভ প্রজেক্ট সদস্যরা AuthorityAid-এর সব কোর্স ফ্রি একসেস পাবেন এবং সরাসরি প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন।

একক কোর্স আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ে ধারণা দেবে, আর কম্বো প্যাকেজ আপনাকে একটি ফিল্ডে পূর্ণাঙ্গ দক্ষতা তৈরি করতে সাহায্য করবে।

হ্যাঁ, কোর্স সফলভাবে সম্পন্ন করার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন।

না, AuthorityAid কোনো আয়ের নিশ্চয়তা দেয় না। তবে এটি আপনাকে প্রয়োজনীয় গাইডলাইন ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। গাইডলাইন ধাপে ধাপে সম্পূর্ণ করতে পারলে আপনি আয় করতে পারবেন।

বর্তমানে পেমেন্ট এককালীন দিতে হয়। কিস্তির অপশন আপডেট হলে জানানো হবে।

এই পেজের নিচে থাকা আমি এনরোল করতে চাই বাটনে ক্লিক করলে একটি গুগল ফরম পাবেন। ফরমটি পূরণ করে পাঠালে অথোরিটিএইড লার্নিং প্লাটফর্মের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করে জানিয়ে দেয়া হবে কিভাবে পেমেন্ট করতে হবে?

কোর্সে জয়েন করার পর আপনার ইমেইলে কোর্সের অনলাইন প্ল্যাটফর্মে লগইন করার ইউজার এবং পাসওয়ার্ড পাঠানো হবে। ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইন প্লাটফর্মে লগইন করার পর কোর্সের টপিক এবং লেসনগুলো দেখতে পারবেন নিজের সুবিধামতো সময়ে।

৩০ দিনের মধ্যে আপনার যদি মনে হয় টাকা রিফান্ড নেবেন, তাহলে আমাদেরকে ইমেইল করে জানালেই হবে। কেন রিফান্ড নেবেন তার কোনো কারণ বলতে হবে না। “রিফান্ড চাই” এটা জানালেই রিফান্ড পেয়ে যাবেন।

অফারের সময়সীমা

০৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অফার চলবে। এরপর শুধুমাত্র সাধারণ প্রাইসে একক এবং কম্বো প্যাকেজ এভেইলেবল থাকবে। লাইভ প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ আর থাকবে না।

Days

Hours

Minutes

Seconds

📞 যোগাযোগ করুন ও পারচেজ করুন:

ডিটেইল জানার জন্য বা এনরোল করতে নিচের বাটনে ক্লিক করুন।